ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতে স্নাত তিলোত্তমা

0
3

ইয়াসের দাপটে বুধবার বৃষ্টিপাত হয়নি। কিন্তু আবহাওয়াবিদরা আগেই সতর্ক করেছিলেন। বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। শহরজুড়ে মাঝে মধ্যেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিকেল পর্যন্ত এই বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবারও ভরা কোটাল রয়েছে। তার ফলে জোয়ারের জল না নামা পর্যন্ত গঙ্গার লকগেট খোলা যাবে না বলে জানিয়েছে কলকাতা পুরসভা। এদিকে ইয়াসের জেরে বুধবার কালীঘাট , চেতলা ছাড়াও একাধিক জায়গায় জল জমেছিল। তার মধ্যেই আজ প্রবল বৃষ্টিতে কলকাতার একাধিক জায়গায় জল জমতে পারে। ফলে ভোগান্তিতে পড়তে পারেন শহরবাসী।
বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিটের বুলেটিনে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সঙ্গে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। আবহাওয়াবিদরা বলছেন, ইয়াসের প্রভাবেই এই বৃষ্টিপাত হচ্ছে। কারণ শক্তি হারিয়ে ইয়াস ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। এর প্রভাবেই ঝাড়খণ্ড ও বিহার লাগোয়া এ রাজ্যের জেলা গুলোতেও ভারী বৃষ্টি হচ্ছে।

Advt