চুঁচুড়া ও হালিশহরের পর এবার টর্নেডো দেখা গেল অশোকনগরে। উত্তর ২৪ পরগণায় টর্নেডোর সাক্ষী অশোকনগরের ২২ নম্বর ওয়ার্ড এবং গুমার একাংশ। শক্তিনগর এলাকায় ফাঁকা মাঠের মধ্যে ধেয়ে আসতে দেখা যায় টর্নেডো। শক্তিনগর এলাকা থেকে গুমা ১ নম্বর পঞ্চায়েত ঝড়ের প্রকোপে ক্ষতিগ্রস্ত। গুমা শক্তিনগর এলাকায় অন্তত ১৫ টি বাড়ি এবং গুমা পঞ্চায়েত এলাকায় অন্তত ২২ টি বাড়ির ক্ষতি হয় বিধ্বংসী ঝড়ের তাণ্ডবে। প্রানহানীর ঘটনা না ঘটলেও জনবহুল এলাকায় যদি এরকম তাণ্ডব দেখা দিত ক্ষয়ক্ষতির মাত্রা যে বাড়ত বলাইবাহুল্য।
আরও পড়ুন-পুরুলিয়া বিজেপির চক্রান্তের বিরুদ্ধে পুলিশে অভিযোগ তৃণমূলের
বৃহস্পতিবার সকাল ১০ টা ১৫ মিনিট নাগাদ টর্নেডো হানা দেয় উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভার ২২ নম্বর সোমা লক্ষ্মী কলোনি ও গুমার একাংশ এলাকায়। ঠিক হালিশহরের মত বিধ্বংসী রূপ নেয় এই ঝড়। নিমেষের মধ্যে প্রায় ৩০ টি বাড়ির টিন হাওয়ায় উড়ে গিয়েছে। বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেন রাজ্যবাসীকে, যে কোথাও কোথাও টর্নেডো হতে পারে। ঠিক সকাল ১০ টা ১৫ টা নাগাদ এমনই ঘটনা ঘটলো। আতঙ্কে রয়ছেন এলাকাবাসী। বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী ঘটনাস্থলে দুপুরের মধ্যেই ক্ষয়ক্ষতি হওয়া এলাকা পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে।









































































































































