ইয়াস-তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মিমি, ব্যবস্থা করলেন ত্রাণের

0
3

‘ইয়াস’ পরবর্তী পরিস্থিতি নিয়ে নিজের সংসদীয় কেন্দ্রে গেলেন মিমি চক্রবর্তী। এলাকা পরিদর্শনের পর প্রশাসনিক স্তরে বৈঠকও সারলেন অভিনেত্রী। বৃহস্পতিবার সাইক্লোন সেন্টারগুলি ঘুরে দেখেন তিনি। কথা বললেন অসহায় মানুষদের সঙ্গে। ব্যবস্থা করলেন ত্রাণের।

ক্ষতিগ্রস্ত এলাকার সাইক্লোন সেন্টারগুলি পরিদর্শনের পর ত্রাণের ব্যবস্থাও করলেন যাদবপুরের তৃণমূল সাংসদ। তিনি নিজেই ট্যুইট করে জানিয়েছেন, “ঘূর্ণিঝড় ইয়াসের পরবর্তী অবস্থায় আগামীদিনের কর্মসূচি নিয়ে প্রশাসনিক মিটিং ও ক্ষতিগ্রস্ত এলাকার রিলিফ সেন্টার পরিদর্শন করে ত্রাণের ব্যবস্থা … এই লড়াইয়ে আমরা সবাই ও আমাদের দল আপনাদের সাথে আছি।”

আরও পড়ুন-ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতে স্নাত তিলোত্তমা

গতবছর আমফান পরবর্তী সময়ে রাস্তায় নেমে কাজ করেছিলেন মিমি চক্রবর্তী। দক্ষিণ ২৪ পরগণার সমস্যার কথা শুনেছিলেন সাংসদ। সাহায্যও করেছিলেন। এবারও কথা রাখলেন তিনি। প্রশাসনিক স্তরে বৈঠক করে ত্রাণের আয়োজন করলেন।

Advt