করোনা ভ্যাকসিন শরীরে প্রয়োগের পর দীর্ঘকাল রোগ প্রতিরোধে সক্ষম!

0
2

করোনা ভ্যাকসিন নেওয়ার পর মানুষের শরীরে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা এক বছর থাকবেই। এমনই দাবি গবেষণার রিপোর্টে। এছাড়াও আরও এক রিপোর্ট বলছে করোনা ভ্যাকসিন মানুষের শরীরে প্রয়োগের পর দীর্ঘকাল তা রোগ প্রতিরোধে সক্ষম।

বিশ্বজুড়ে টিকাকরণ শুরু হওয়ার অনেকেই দাবি করেছিলেন, মানবদেহে ভ্যাকসিন প্রয়োগের পর টিকা থেকে তৈরি হওয়া রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি দিন স্থায়ী হবে না। এই দাবিকে কার্যত ফুঁৎকারে উড়িয়ে দিল দুই গবেষণা। আগেই বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, যাঁরা করোনা মুক্ত হয়েছেন তাঁদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। তাঁদের ভ্যাকসিন নেওয়ার কোনও দরকার নেই। যাঁরা করোনা আক্রান্ত না হয়েও ভ্যাকসিন নিয়েছেন বা যাঁদের কোভিড পজিটিভ রিপোর্ট এসেছিল,কিন্তু শরীরে সে ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠেনি। তাঁদের হয়ত ভ্যাকসিন নিতে হতে পারে।

আরও পড়ুন-অ্যাপে প্রযুক্তিগত ত্রুটি, ৪৫ ঊর্ধ্বদের টিকাকরণের স্লট বুকিং পিছোল

‘নেচার’ জার্নালে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, করোনা আক্রান্তের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, তার একটা ছাপ রয়ে যায় সংশ্লিষ্ট ব্যক্তির অস্থি-মজ্জায়, যা প্রয়োজনে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। গবেষকরা বলছেন, বি-কোষ দীর্ঘদিন ধরে স্থায়ী হয়। ফলত বহুকাল রোগ প্রতিরোধে সক্ষম হয়। তবে সবার ক্ষেত্রে যে একই ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। তাই ভ্যাকসিন নেওয়া জরুরি।

Advt