স্বস্তি দিয়ে রাজ্যে নিম্নমুখী কোভিড সংক্রমণের গ্রাফ,চিন্তা বাড়াচ্ছে মৃত্যুহার

0
2

স্বস্তির খবর। রাজ্যে নিম্নমুখী করোনা সংক্রমণের গ্রাফ। গত ২৪ ঘণ্টায় রাজ্যের দৈনিক সংক্রমণ অনেকটাই কমেছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৬ হাজার ২২৫।তবে সংক্রমণ কমলেও মৃতের সংখ্যা কমেনি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃতের সংখ্যা দেড়শোর গণ্ডি ছাড়িয়েছে।রাজ্যে মৃতের সংখ্যা ১৫৩ ।

স্বাস্হ্য দফতরের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৭৮ জন। শুধুমাত্র কলকাতায় মৃত্যু হয়েছে ৩০ জনের। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে কোভিড সংক্রামিত ৩,৪২৭ জন। মৃত্যু হয়েছে ৩৭ জনের । যদিও নতুন আক্রান্ত ও মৃত্যুর নিরিখে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। এছাড়াও হাওড়ায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১,১৫১। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ জন করোনা আক্রান্তের। হুগলিতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১,০৩৬। মৃত্যু হয়েছে ৪ জনের।

Advt