১০টা নাগাদ আছড়ে পড়ছে ইয়াস, শুরু হয়েছে তাণ্ডব

0
3

এগিয়ে আসছে ইয়াস। ১১.৪৪ মিনিটে নয়, ইয়াস ধামরা ও বালেশ্বরের মাঝে আছড়ে পড়বে সকাল ১০টার আশপাশ সময়ে। তখন গতিবেগ থাকবে ঘন্টায় ১৩৫-১৪০ কিমি।

ঠিক এক ঘন্টা আগে ইয়াস কোথায়? দিঘা থেকে ৭০ কিমি দূরে, ধামরা থেকে ৩০কিমি দূরে, আর বালেশ্বর থেকে ৬০ কিমি দূরে।

দিঘায় জলোচ্ছ্বাস। সমুদ্রের জলে ভাসছে এলাকা। প্রচণ্ড ঝড়। গতিবেগ ঘন্টায় ১০০ কিমির কাছাকাছি। ধামরায় চলছে তাণ্ডব। শুধু বৃষ্টি, আর তা হাওয়ায় উড়ছে।

অন্যদিকে দক্ষিণ ২৪ পরগণায় সুন্দরবনও উত্তাল। ভাসছে গোসাবা থেকে ফ্রেজারগঞ্জ। হাওয়ার গতিবেগ ঘন্টায় প্রায় ৮০ কিলোমিটার। সদা সতর্ক প্রশাসন।

পরিস্থিতি বিবেচনা করে ৭৫টি উড়ান বন্ধ রাখা হয়েছে। আক্রান্ত হবে এমন এলাকার মানুষকে সরিয়ে আনা হয়েছে।

আরও পড়ুন- ইয়াস আছড়ে পড়ার কাউন্টডাউন শুরু, দিঘায় ১১০কিমি বেগে প্রবল হাওয়া

Advt