আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। সকাল ৯টায় ওড়িশার ভদ্রক জেলায় আছড়ে পড়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, দুপুর ১টার মধ্যেই ঘূর্ণিঝড় ইয়াস-এর পুরোপুরি স্থলভূমিতে ঢুকে পড়ার কথা। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার। আগামী তিন ঘণ্টা ধরে এই ভাবেই তাণ্ডব চালাবে ইয়াস।ওড়িশার আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে ওড়িশার উপকূলবর্তী প্রায় ৩৫ কিলোমিটার পরিধি জুড়ে।এই এলাকায় ক্ষয়ক্ষতির সম্ভাবনাও রয়েছে।
ওড়িশার আবহাওয়া দফতর জানিয়েছে, ইয়াস আছড়ে পড়ার পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে ৩-৪ ঘণ্টা লাগবে। ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনার পি কে জেনা জানান, দুপুর ১টা নাগাদ ঘূর্ণিঝড়ের লেজের অংশটিও পুরোপুরি বালেশ্বরে ঢুকে পড়বে।এপ্রসঙ্গে ওড়িশা প্রশাসন জানায়, বালেশ্বর থেকে ময়ুরভঞ্জের দিকে যাবে ইয়াস। তবে বিকেল পর্যন্ত বালেশ্বরের উপরেই অবস্থান করবে এই ঘূর্ণিঝড়।তারপর ধীরে ধীরে কমবে ঝড়ের গতিবেগ।






























































































































