পূর্ণিমার ভরা কোটালে উত্তাল সুন্দরবনের নদ-নদী, ভাসছে গ্রাম

0
1

একদিকে ঘূর্ণিঝড় অন্যদিকে গোদের উপর বিষ ফোঁড়ার মতো পূর্ণিমার ভরা কোটাল। সব মিলিয়ে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী সুন্দরবনে ভয়ঙ্কর পরিস্থিতি। গতকাল, সারারাত দমকা হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাতে ডুবে গিয়েছে বিভিন্ন দ্বীপ। গ্রামের মধ্যে জল ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যেই উপকূলীয় অঞ্চলের মানুষ ও গবাদি পশুদের নিরাপদে ত্রাণ শিবিরে পৌঁছে দিয়েছে স্থানীয় প্রশাসন।

তবে সকালের ছবিটি বেশ ভয়ঙ্কর। ঝড়খালী আইল্যান্ডে হেরেভাঙ্গা নদী থেকে শুরু করে মাতলা, বিদ্যাধরী নদীতে প্রবল জলোচ্ছ্বাস। পূর্ণিমার জন্য ভরা কোটালে এমনিতেই নদীতে প্রবল স্রোত, সেইসঙ্গে ইয়াসের প্রভাবে উত্তাল মাতলা থেকে বিদ্যাধরী। বেশকিছু জায়গায় নদী বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকছে। তবে অতীতে আয়লা, আমফানের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার প্রশাসনের পক্ষ থেকে আগেভাগেই সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন- ইয়াস সতর্কতা : কলকাতায় বন্ধ সব ফ্লাইওভার

Advt