আতঙ্ক ইয়াস, বন্ধ রাখা হল কলকাতার বিমান পরিষেবা

0
1

ঘূর্ণিঝড় ইয়াসের আতঙ্কে বুধবার সকাল ৮ টার পর থেকে কলকাতা বিমানবন্দরে বন্ধ করা হল বিমান চলাচল। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। একটি বিজ্ঞপ্তিতে তাঁরা জনিয়েছেন, বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ থাকবে।

বুধবার সকাল ৮ টা ১৫ নাগাদ শেষ উড়ান বিশাখাপত্তনমের উদ্দেশ্যে রওনা দেয়। ইয়াসের আশঙ্কায় বিমানের চাকা বেঁধে রাখা হয়েছে। মেরামত করা হয়েছে হ্যাঙ্গারো। রানওয়ে সংলগ্ন এলাকায় জল জমা সমস্যার মোকাবিলায় নিকাশি ব্যবস্থার উন্নতি করা হয়েছে। তবে এর জেরে বেশ দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অ্যদিকে আগামীকাল বিকেল ৫ টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে  ভুবনেশ্বর বিমানবন্দরও।

Advt