ইয়াস সতর্কতা : কলকাতায় বন্ধ সব ফ্লাইওভার

0
3

ইয়াসের (Yaas) কারণে সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতায় (Kolkata)। সঙ্গে চলছে ঝিরঝিরে বৃষ্টি। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ ওড়িশার বালেশ্বর এবং ধামড়ার মাঝে আছড়ে আছড়ে পড়তে পারে ইয়াস। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় দাপট শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ইয়াসের দাপট কলকাতায় সেভাবে পড়ার সম্ভাবনা না থাকলেও সতর্ক কলকাতা পুলিস। ইতিমধ্যে শহরের সমস্ত ফ্লাইওভার বন্ধ করে দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিস। বন্ধ করা হয়েছে শহরের ৯টি গুরুত্বপূর্ণ ফ্লাইওভার।

বন্ধ থাকবে
মা ফ্লাইওভার
উল্টোডাঙা ফ্লাইওভার
পার্কস্ট্রিট ফ্লাইওভার
চিংড়িঘাটা ফ্লাইওভার
গার্ডেনরিচ ফ্লাইওভার
তারাতলা ফ্লাইওভার
গড়িয়াহাট ফ্লাইওভার
এজেসি বোস ফ্লাইওভার
লকগেট ফ্লাইওভার

ঘূর্ণিঝড়ের কারণে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেই জন্যই এই সিদ্ধান্ত।

এর পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় ১২ ঘণ্টার জন্য বন্ধ কলকাতা বিমানবন্দর। সকাল ৮টা থেকে সন্ধে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের সব কাজ। বন্ধ বিমান ওঠানামাও। বন্ধ থাকছে দুর্গাপুর বিমানবন্দরও।

যত বেলা বাড়ছে ততই মহানগরে হাওয়ার গতিবেগ বাড়ছে। তবে বৃষ্টির দাপট কোথাও বাড়েনি।

আরও পড়ুন- প্যানিক অ্যাটাক: বুদ্ধদেবের সঙ্গে একই হাসপাতালে মীরাও

Advt