বঙ্গে নির্বাচন পর্ব মিটেছে বেশ কয়েক সপ্তাহ, তারপরও রাজ্যে ভোট পরবর্তী হিংসা(post poll violation) জারি রয়েছে। এমনটাই অভিযোগ করে সুপ্রিম কোর্টে(Supreme Court) জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী। এই মামলার প্রেক্ষিতে এবার পশ্চিমবঙ্গ সরকারকে(West Bengal government) নোটিস পাঠাল দেশের শীর্ষ আদালত। শুধু রাজ্য সরকার নয়, পাশাপাশি নোটিশ পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারকেও।
গত ২ মে বাংলা বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে রাজ্যে হিংসা চলছে বলে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। যার প্রেক্ষিতে সম্প্রতি শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন পিঙ্কি আনন্দ নামে এক আইনজীবী। শীর্ষ আদালতের কাছে তিনি আবেদন জানান বিশেষ তদন্তকারী দলকে দিয়ে এই মামলার তদন্ত হোক। মঙ্গলবার এই মামলার শুনানিতে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিনীত সারেন এবং বিচারপতি বি আর গাবাইয়ের ডিভিশন বেঞ্চ। আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে উত্তর দিতে বলা হয়েছে।
আরও পড়ুন:আর্থিক দুর্নীতির মামলা : সিআইডি দফতরে যাবেন না অর্জুন সিং, কী কারণ দেখালেন?
শুধু তাই নয়, জনস্বার্থ মামলায় আবেদনকারীর আর্জি মেনে জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় শিশু সুরক্ষা কমিশন এবং জাতীয় সংখ্যালঘু কমিশনকে রিপোর্ট জমা করতে বলেছে সুপ্রিম কোর্ট।