কলকাতায় ফের দামের রেকর্ড গড়ল জ্বালানি তেল, পেট্রোলের নতুন দাম কত?

0
1

দেশে করোনা সংক্রমণের জেরে আর্থিক মন্দা দেখা দিয়েছে। এর মধ্যে চাকরি হারিয়েছেন বহু মানুষ। এমন অবস্থায় বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। ফের কলকাতায় রেকর্ড বৃদ্ধি পেট্রোল ও ডিজেলের দামের। মঙ্গলবার লিটার প্রতি পেট্রলের দাম বেড়েছে ২২ পয়সা। এখন এক লিটার পেট্রোলের দাম ৯৩ টাকা ৪৯ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ২৫ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম হয়েছে ৮৭ টাকা ১৬ পয়সা।

এর আগে গত ২৩ মে দাম বেড়েছিল জ্বালানি তেলের। সেদিন কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ১৬ পয়সা বেড়ে হয়েছিল ৯৩ টাকা ২৭ পয়সা। অন্যদিকে, ডিজেলের দাম লিটারপ্রতি ২৭ পয়সা বেড়ে হয়েছিল ৮৬ টাকা ৯১ পয়সা। এর আগে ২১ মে দাম বেড়েছিল পেট্রোল-ডিজেলের। সেদিন কলকাতায় পেট্রোলের নতুন দাম হয় ৯৩ টাকা ১১ পয়সা। ডিজেলের দাম ৮৬ টাকা ৬৪ পয়সা।

আরও পড়ুন-‘ইয়াস’ তাণ্ডবের আশঙ্কা, ঘূর্ণিঝড় মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ কলকাতা পুলিশের

দু-এক দিন অন্তর দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। যা দেখে রীতিমতো নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে ভারত। গত বছর থেকে বহু মানুষ কাজ হারিয়েছেন। এবং এক সমীক্ষায় দেখা গিয়েছে আগামিদিনেও মানুষ কাজ হারাবেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা থাকছে।

Advt