বিজেপির (Bjp) একটি নিজস্ব অভ্যন্তরীণ zoom বৈঠকের video ফাঁস হয়েছে। বৈঠকটি হয়েছে প্রবাসী ভারতীয়দের সঙ্গে। এখানে বাংলা নিয়ে নানারকম আলোচনা। এর মধ্যেও শুভেন্দু অধিকারী (shuvendu Adhikari) আক্রমণ করেছেন কুণাল ঘোষ (kunal Ghosh)-কে। বলেছেন, কুণাল তাঁদের গ্রেপ্তারের ব্যবস্থা করাচ্ছেন। যথারীতি হিন্দু মুসলমান মেরুকরণজনিত ইঙ্গিত ও সংলাপ রয়েছে। বাংলা দখলের চেষ্টায় কতরকম যোগাযোগ ও শিবিরকে বিজেপি কাজে লাগিয়েছিল, তা এতে স্পষ্ট। বাংলার ভাবমূর্তি নষ্ট হওয়ার মত আলোচনাও আছে এখানে। ফেস বুকে ভিডিওটি পোস্ট করে কুণাল লিখেছেন,” তোমরা বড় বড় জননেতা। আমি সামান্য নিরীহ সৈনিক। আমাকে এসব কেন যে বলে বুঝি না বাবা ! আর তোমাদের নিজস্ব বৈঠকের ভিডিও আমাদের হাতে আসেই বা কী করে!!??”
কুণাল বলেছেন, যেটি পোস্ট করেছেন সেটি ভিডিওর প্রথম পার্ট। এই ভিডিওটি তিনি পেয়েছেন অরূপ চক্রবর্তীর সৌজন্যে।
দেখুন ভিডিও- https://youtu.be/GIK-uye9U4M




 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


























































































































