কোভিডের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা দেশ। বাদ নেই এরাজ্যও। রাজ্য সরকার যখন কোভিডের সংক্রমণ ঠেকাতে কার্যত ফের দু সপ্তাহের জন্য লকডাউনের পথে হেঁটেছে, তখন প্রথম থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে টেকনো গ্লোবাল হাসপাতাল । মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় টেকনো গ্লোবাল হসপিটাল কোভিড আক্রান্তদের সাহায্যার্থে আরও বড় পদক্ষেপ নিল।
টেকনো গ্লোবাল হসপিটাল এর কোভিড স্যাটেলাইট সেন্টারের উদ্বোধন হল ব্যারাকপুর স্টেডিয়ামে। উদ্বোধন করলেন ব্যারাকপুরের সদ্যনির্বাচিত বিধায়ক রাজ চক্রবর্তী।
উপস্থিত ছিলেন টেকনো গ্লোবাল হসপিটাল এর সিইও শঙ্কু বোস,
পুর প্রশাসক উত্তম দাস সহ বিশিষ্টরা। বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, এটি মোটেই সেফ হোম নয়। এটিকে মিনি কোভিড হসপিটাল বলতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইডিয়াটা আমাদের দেন এবং টেকনো গ্লোবাল হসপিটাল এগিয়ে আসে আমাদের এই উদ্যোগকে পরিপূর্ণ করতে। আমরা কৃতজ্ঞ তাদের কাছে । ১০০ শয্যার মিনি কোভিড হসপিটাল অবশ্যই এলাকার আক্রান্তদের পাশে দাঁড়াতে সাহায্য করবে।
টেকনো গ্লোবাল হসপিটালের সিইও শঙ্কু বোস বলেন, এই মিনিকোভিড হসপিটাল সব ধরনের কোভিড আক্রান্তদের চিকিৎসা করতে প্রস্তুত। অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা থাকছে । প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে প্রয়োজনে তাদের অন্য হসপিটালে স্থানান্তরিত করা হবে।
পুর প্রশাসক উত্তম দাস বলেন, আমরা এমন একটি উদ্যোগ নিতে পেরে ভাল লাগছে। এখানে কুড়ি বেডের সেফ হোম চলত। এবার এখানে ১০০ বেডের মিনি হসপিটাল শুরু হলো। এলাকার কোভিড আক্রান্তরা অবশ্যই এখান থেকে সাহায্য পাবেন। সব মিলিয়ে টেকনো গ্লোবাল হসপিটালের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন ব্যারাকপুরের মানুষ।