নারদ মামলায় কলকাতা হাইকোর্টের ৫ বিচারপতির বেঞ্চ গঠনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে CBI আজ, সোমবার, হাইকোর্টে নারদ মামলার শুনানি নাও হতে পারে৷ CBI-এর বক্তব্য, হাইকোর্টের এভাবে বিশেষ বেঞ্চ গঠনের এক্তিয়ার নেই৷ CBI সোমবার সকালে ওই বিশেষ বেঞ্চের পাঁচ বিচারপতিকেই জানিয়ে দিয়েছে শীর্ষ আদালতে তাঁদের আবেদনের কথা৷ এখন দেখার হাইকোর্ট কী সিদ্ধান্ত নেয়৷