Breaking: মঙ্গলবারই সুপ্রিম কোর্টে শুনানি হবে নারদ মামলার

0
2

মঙ্গলবারেই সুপ্রিম কোর্টে নারদ মামলার শুনানি। ( narada case hearing) সোমবার বেশি রাতে এই খবর এসেছে।

হাইকোর্টে পাঁচ বিচারপতির বেঞ্চে মামলা এখনও অসম্পূর্ণ। বুধবার শুনানির কথা।
এই অবস্থায় সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। তাদের পিটিশনে কিছু টেকনিকাল ভুলের কথাও শোনা যায়। কিন্তু রাতের খবর, মঙ্গলবার শুনানি হচ্ছে।

আরও পড়ুন: করোনার ওষুধ মজুত রাখার অভিযোগ, গম্ভীরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল্লি হাইকোর্টের

এদিকে সোমবার হাইকোর্টে মামলা চলাকালীনই CBI অতিরিক্ত হলফনামা পেশ করে শোভন চট্টোপাধ্যায়দের হাসপাতালের আচরণ উল্লেখ করে বলেছে, অসুস্থ লোক চলাফেরা করছে। আরও নানারকম ছবি মিডিয়ায় দেখা যাচ্ছে।

Advt