Cyclone Yass : কলকাতায় কতটা প্রভাব পড়বে যশের? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর

0
1

ক্রমশ শক্তি বাড়ছে যশের। ধেয়ে আসছে বঙ্গের দিকে। সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়, যশ এখনও দিঘা থেকে ৬১০ কিলোমিটার দূরে। উত্তর-উত্তর পশ্চিম দিকে যাবে যশ। এই ঘূর্ণিঝড়টি আগামী ১২ ঘণ্টায় আরও ঘনীভূত হয়ে শক্তিশালী হবে।

➡️ যশের ল্যান্ডফল কোথায়?

⏺️ ওড়িশার বালেশ্বর ও পশ্চিমবঙ্গের দিঘায় আছড়ে পড়বে যশ। এর সর্বোচ্চ বেগ হতে পারে ১৫৫ থেকে ১৮৫ কিলোমিটার। ঝড়ের অভিমুখ বলছে, ২৬ তারিখ আছড়ে পড়ার পর ঝাড়খণ্ডের দিকে এগোবে এই ঘূর্ণিঝড়।

➡️ কলকাতায় কতটা প্রভাব পড়বে যশের?

⏺️ কলকাতায় আমফানের মতো প্রভাব ফেলবে না যশ। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন-Cyclone Yass : যশ-আশঙ্কায় দলীয় বিধায়কদের কী নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো?

➡️ কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে?

⏺️ আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে মূলত, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম হয়ে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করবে যশ। আবহাওয়া দফতরের কর্তা রা জানিয়েছেন, ২৬ তারিখ ভোরে ঘূর্ণিঝড় পৌঁছবে উপকূলে। পারাদ্বীপ এবং সাগর দ্বীপের কাছে আছড়ে পড়বে। বেশিটাই থাকবে ওড়িশার দিকে। আমাদের রাজ্যে শুধু পূর্ব মেদিনীরপুর ঝড়ের তাণ্ডবের কবলে পড়বে। সুতরাং ক্ষয়ক্ষতি বেশি হবে ওই জেলাতেই।

Advt