মঙ্গলের মাটিতে সফল অবতরণের পর এবার লালগ্রহের রুক্ষ জমিতে ঘোরাফেরা শুরু করে দিল চিনের মঙ্গলযান রোভার চুরং। চিনের মহাকাশ সংস্থার এই মঙ্গলযানটি গত সপ্তাহের শনিবার মঙ্গলের মাটিতে সফল অবতরণ করেছে ।
প্রথমে এক সপ্তাহ লালগ্রহের মাটিতে ঘোরাফেরা করে এটি। এরপর তিনদিন আগে মঙ্গলগ্রহের বিভিন্ন প্রান্তের ছবি পাঠিয়েছে চিনা মঙ্গলযানটি। সৌরশক্তি চালিত ছ’চাকাওয়ালা ২৪০ কেজি ওজনের গাড়িটি মঙ্গলের লাভা-প্রান্তর ‘ইউটোপিয়া প্ল্যানিটিয়া’-তে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করছে। তিন মাস ধরে এই কাজ করবে চুরং।
প্রসঙ্গত, আমেরিকার পরে চিনই বিশ্বের দ্বিতীয় দেশ, যারা মঙ্গলে সরলভাবে রোভার চালাতে সক্ষম হয়েছে। পাঁচ বছর আগে, রাশিয়া ও ইউরোপের যৌথ অভিযানে তাদের ‘শাপরালি’ ল্যান্ডার সফ্ট ল্যান্ডিং করতে ব্যর্থ হয়ে আছড়ে পড়েছিল। রাশিয়া-আমেরিকার অনেক পরে শুরু করেও চিন এখন মহাকাশ চর্চায় প্রথম সারিতে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.