আসন্ন ২০২১-২২ মরশুমে যাতে কোনওরকম দুর্নীতি না হয়, সেই বিষয়ে কড়া ভুমিকা নিতে চলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল(CAB)। এই মুহূর্তে চলছে লকডাউন। আর সেই লকডাউনকে ভালো কাজে ব্যবহার করতে চলেছে সিএবি।

ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় ডিভিশনের সব খেলোয়াড়দের নথিপত্র যাচাই করতে শুরু করে দিয়েছে সিএবি। খেলোয়াড়দের আধার কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্টের সত্যতা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। বয়স ভাঁড়ানো, ভিন রাজ্যের ক্রিকেটার রুখতে সিএবি যে কঠোর পদক্ষেপ নিতে চলেছে,সেটা আগেই জানিয়েছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এবং সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
শুধু বয়স ভাঁড়ানো নয়, ভিন রাজ্য থেকে আসা ক্রিকেটারদের বাড়বাড়ন্ত রুখতেও কড়া পদক্ষেপ নিল সিএবি। ভিন রাজ্যের ক্রিকেটারদের সঠিক তথ্য যাচাই করার জন্য পুলিশেরও সাহায্য নেওয়া হবে বলে জানা গিয়েছে।
এই বিষয়ে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেন,” আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই লকডাউনকে ভালোভাবে ব্যবহার করব, আর সেই কারণে আমরা ইতিমধ্যে আমাদের কাছে জমা হওয়া সমস্ত নথিপত্র দেখে নিচ্ছি। এটি আমাদের সিস্টেমকে পরিচ্ছন্ন করার একটি অঙ্গ যেহেতু, আমরা প্রতিজ্ঞা নিয়েছি যে আমরা পুরো সিস্টেমকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনব।”











































































































































