এবার রানাঘাট জিআরপি মোড়ে চালু হল ‘মা’ ক্যান্টিন

0
1

কলকাতা থেকে কার্যত বেশ কিছুটা দূরে রানাঘাটে করোনা আবহে অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে রানাঘাট জেলা যুব তৃণমূল কংগ্রেস । রানাঘাট জিআরপি মোড়ে চালু হল ‘মা’ ক্যান্টিন । এর অন্যতম উদ্যোক্তা সুপ্রিয় বিশ্বাস ।
লকডাউন যতদিন চলবে ততদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এই ‘মা’ ক্যান্টিনে মাত্র ৫ টাকায় মিলবে ডাল, ভাত ,সবজি এবং ডিম।
এই কর্মকাণ্ডে সামিল হয়েছেন কয়েক’শ যুব তৃণমূল কর্মী।মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যুব তৃণমূল কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন এই কমিউনিটি কিচেন চালাবার জন্য।আপাতত প্রতিদিন আগামী এক তারিখ পর্যন্ত বেলা ১২ টা থেকে ৩ টে পর্যন্ত এখানে দুপুরের খাবার পাওয়া যাবে ।
লকডাউনের সময়সীমা বাড়লে ,এই কমিউনিটি কিচেনের দিনও তারা বাড়াতে চান। প্রতিদিন ১০০ জনের মুখে তারা অন্ন তুলে দিতে চান। যে কেউ এখান থেকে খাবার সংগ্রহ করতে পারবেন। তবে একবেলাই মিলবে খাবার।
লকডাউনে যাতে কেউ অভুক্ত না থাকেন,সেই কারণেই এই উদ্যোগ ।আপাতত উদ্যোক্তাদের মূল লক্ষ্য, করোনা আবহে লকডাউনের মাঝে কাউকে যেন একটু খাদ্য সংস্থানের জন্য চিন্তা করতে না হয়।

Advt