‘যশ’-এর দৌলতে বদলে গিয়েছে তাজপুর সৈকতের রঙ! থিকথিক করছে লাল কাঁকড়া

0
1

ক্ষত শুকোয়নি আমফানের। এবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় যশ। আর এই
ঘূর্ণিঝড় ‘যশ’ মোকাবিলায় প্রস্তুত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। লকডাউনের কারণে পর্যটক নেই বললেই চলে। তবু কোনও ঝুঁকি নিতে রাজি নয় পুলিশ প্রশাসন । দিঘার সব হোটেল ফাঁকা করে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এরই পাশাপাশি, ঝড়ের আগে শুনশান তাজপুরের সমুদ্র সৈকত। মানুষ না থাকার কারণে তাজপুর সৈকতে থিকথিক করছে লাল কাঁকড়া। যশ- এর দৌলতে লাল কাঁকড়া দল যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে । আগামীকাল সোমবার বিকেলের পর থেকে উপকূলবর্তী এলাকায় জারি হবে লাল সতর্কতা। প্রশাসনিক সূত্রে এমনটাই জানানো হয়েছেে।

দিঘার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে NDRF ও SDRF। রাজ্যজুড়ে কার্যত লকডাউন চলার কারণে পর্যটক শূন্য রয়েছে দিঘা। খাঁ খাঁ করছে সমুদ্র সৈকত। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় মৎস্যজীবীদের নৌকগুলিকে সমুদ্র থেকে দূরে, বালির চরে বেঁধে রাখা হয়েছে।

শনিবারই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়। আজ রবিবার সকাল সাড়ে এগারোটায় গভীর নিম্নচাপে তা পরিণত হয়েছে। দিঘা থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্বে ৬৭০ কিমি দূরে এখন সেটি অবস্থান করছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ২৫ মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘যশ’। বুধবার সন্ধেবেলা পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়বে ‘যশ’।
যদিও মঙ্গলবার থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার সন্ধেবেলা ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। বুধবার সন্ধেয় ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ১৫৫-১৬৫ কিমি। পারাদ্বীপ ও সাগরের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়বে যশ।