সবংয়ে ‘কোভিড সেফ হোম’ চালু করলেন মন্ত্রী মানস ভুঁইয়া

0
3

করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে আতঙ্কিত দেশবাসী। কঠিন এই পরিস্থিতির মোকাবিলায় কোমর বেঁধে মাঠে নেমেছে রাজ্য সরকার। গুরুতর এই পরিস্থিতিতে করোনা রোগীদের সুবিধার্থে সবং(Sabang) ব্লকের দশগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে ২০ সজ্জার কোভিড সেফহোম হিসেবে চালু করা হলো। রবিবার এই কোভিড সেভ হোমের(covid safehome) উদ্বোধন করেন রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী তথা সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া(Manas bhunia)।

সরকারি সূত্রে জানা গিয়েছে আপাতত এই সেভ হোমটি ২০ শয্যাবিশিষ্ট হলেও আগামী দিনে প্রয়োজনমতো বাড়ানো হবে বেডের সংখ্যা। পাশাপাশি এখানে ২৪ ঘন্টার জন্য রোগীর দেখাশোনায় থাকবেন চিকিৎসক, অভিজ্ঞ নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি প্রতিটি বেডে রাখা হচ্ছে অক্সিজেনের ব্যবস্থা। রবিবার এই সেফ হোমের উদ্বোধনে রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন খড়্গপুর মহকুমা শাসক আজমল হোসেন, জেলা স্বাস্থ্য আধিকারিক নিমাই মন্ডল, ব্লক স্বাস্থ্য আধিকারিক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং প্রাক্তন বিধায়ক গীতা ভূঁইয়া।

Advt