করোনা সংক্রমণ দেশব্যাপী সমস্যা নাকি রাজ্য কেন্দ্রিক? কেন্দ্রের ভূমিকায় ক্ষুব্ধ হেমন্ত সোরেন

0
3

করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ভূমিকায় সন্তুষ্ট নন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর অভিযোগ, করোনা সংক্রমণ দেশব্যাপী সমস্যা। কিন্তু কেন্দ্র তা মনে করছে না। পাশাপাশি রাজ্যগুলিকেও নিজেদের পদ্ধতিতে অতিমারি পরিস্থিতির মোকাবিলা করতে দিচ্ছে না।

শনিবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোরেন বলেন, “করোনা সংক্রমণ দেশব্যাপী সমস্যা নাকি রাজ্য কেন্দ্রিক সমস্যা? কেন্দ্রের তরফে আমাদের নিজেদের এই অতিমারি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দিচ্ছে না। এদিকে কেন্দ্র কিছুই ঠিকভাবে করছে না। আমরা বিদেশ থেকে ওষুধ বা কোভিড সংক্রান্ত যন্ত্রপাতি আমদানি করার অনুমতি পাচ্ছি না। কিন্তু কেন্দ্র নিজের ইচ্ছে মতো যন্ত্রপাতি আমদানি করছে।” মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিজেদের হাতে রেখেছে। অক্সিজেন বরাদ্দ। টিকা বরাদ্দ এই সমস্ত জিনিস নিজের হাতে রেখেছে কেন্দ্র। অথচ প্রয়োজনে রাজ্যগুলিকে সাহায্য করছে না। তিনি জানান, “রাজ্যে সাড়ে তিন থেকে চার কোটি করোনা টিকার প্রয়োজন, কিন্তু আমাদের মাত্র ৪০ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে।”

আরও পড়ুন-রাজস্থানের এই জেলায় দিন দশেকের মধ্যে করোনায় আক্রান্ত ৩১৫ শিশু, দেশে কি আছড়ে পড়ল তৃতীয় ঢেউ?

তাঁর বক্তব্য, “রাজ্যগুলিকেই ভ্যাকসিনের ব্যবস্থা করতে বলা হয়েছে। কিন্তু আমরা কীভাবে করব? কেন্দ্র ঝাড়খণ্ডের মতো ছোট রাজ্যের সঙ্গে মহারাষ্ট্র বা তামিলনাড়ুর মতো বড় রাজ্যের তুলনা করছে কীভাবে! আমাদের বাজেট বাকি রাজ্যের তুলনায় অনেক কম। মুম্বইয়ের মতো বড় শহরও নিজেদের বাসিন্দাদের জন্য গ্লোবাল টেন্ডার ডাকতে পারছে না। নিজের টাকা খরচ করে যদি করোনা টিকা কিনতে হয় তাহলে তো দেউলিয়া হয়ে যাব।”

Advt