বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ‘যশ’। গভীর নিম্নচাপের চেহারা নিয়েছে এই সাইক্লোন। ২৬ মে এই ঝড় আছড়ে পড়তে পারে ওড়িশা এবং পশ্চিমবঙ্গে। ঘূর্নিঝড় যশ আসার আগে ইতিমধ্যেই ভারী বৃষ্টি শুরু হয়েছে ওড়িশার ভুবনেশ্বরে। আবহবিদদের কথায়, ‘যশ’-এর প্রভাবে এমন বৃষ্টি। এমন অবস্থায় ‘যশ’ মোকাবিলায় সমস্তরকম প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই মৌসম ভবন পূর্বাভাস দিয়েছে পশ্চিমবঙ্গেই আছড়ে পড়তে চলেছে যশ।
গত বছর বাংলায় যেসব যায়গায় আমফান আছড়ে পড়েছিল সেখানে একরকম তছনছ করে দিয়েছিল মানুষের ঘরবাড়ি। এবার যশের মোকাবিলায় কোমর বেঁধে ময়দানে নেমছে প্রশাসন। কোন কোন জায়গায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে… দেখে নিন একনজরে
আরও পড়ুন-রবিবার বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা
⏺️ কাকদ্বীপ, বাসন্তী, গোসাবা, ডায়মন্ডহারবার, পাথরপ্রতিমা, মথুরাপুর-সহ একাধিক অঞ্চলে বিপর্যয় মোকাবিলা দল পাঠানো হয়েছে
⏺ বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন রয়েছে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হাসনাবাদে
⏺️ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণাতে নদী বাঁধগুলি মেরামতি প্রয়োজন কী না খতিয়ে দেখার কাজ চলছে
⏺️ পর্যাপ্ত খাওয়ার জলের পাউচ এবং মোবাইল ওয়াটার ভেন্ডিং মেশিন পাঠানো হয়েছে
⏺️ আর্থ মুভার, বুলডোজার ও গাছ কাটার মেশিন মজুত রাখা হয়েছে
⏺️ বিদ্যুতের খুঁটির ব্যবস্থা করা হয়েছে
⏺️ মজুত রাখা হয়েছে স্যালাইন ওয়াটার
⏺️ কোভিড হাসপাতালগুলিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে অক্সিজেনের সমস্যা যাতে না হয় তাই অতিরিক্ত জেনারেটর রাখার ব্যবস্থা চলছে
⏺️ মোবাইল পরিষেবা অবিচ্ছিন্ন রাখতে মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলির সঙ্গে বৈঠক চলছে
⏺️ শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনাতেই ২০ টি স্যাটেলাইট ফোন এবং ২৫টি ড্রোন ব্যবহার হবে
⏺️ শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনায় ৩ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরানোর কাজ
⏺️ সাইক্লোন শেল্টারগুলিকে প্রস্তুত করা হয়েছে
⏺️ ত্রাণ সামগ্রী, ত্রিপল মজুত রাখা হয়েছে
⏺️ আগেভাগে কৃষকদের ফসল তুলে নেওয়ার অনুরোধ করা হয়েছে
⏺️ সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে মাইকিং চলছে









































































































































