অবশেষে নাটক প্রায় শেষ।
নানারকম নাটকের পর রিস্ক বন্ড সই করে বাড়ি ফিরতে চান শোভন চট্টোপাধ্যায়।
পিজি হাসপাতাল থেকে বন্ড যাচ্ছে প্রেসিডেন্সি জেলে।
জেল সুপার দেবাশিস চক্রবর্তী এরপর বাহিনী নিয়ে শোভনকে জেলে নিয়ে আসবেন।
তারপর সিবিআই অ্যারেস্ট মেমোতে যে ঠিকানা আছে, সেই ঠিকানায় শোভনকে পাঠিয়ে দেবেন। নিজেও যাবেন। কারণ কোর্টের নির্দেশে নজরদারির পরিকাঠামো দেখে আসবেন তিনি।






























































































































