ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ অমিল, দ্রুত পদক্ষেপের দাবিতে মোদিকে চিঠি সোনিয়ার

0
1

করোনা পরিস্থিতির(corona situation) মাঝে গোদের ওপর বিষফোঁড়ার মত দেশে হানা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। ইতিমধ্যেই এই ছত্রাক ঘটিত সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে বহু মানুষের। খোদ শহর কলকাতাতেও এই ফাঙ্গাসে মৃত্যুর খবর মিলেছে। নয়া এই রোগ নিয়ে প্রধানমন্ত্রী(Prime Minister) গা-ছাড়া মনোভাবের জন্য তাকে তোপ দাগতে ছাড়েননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই রোগের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে না বলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি। পরিস্থিতি গুরুতর তা আন্দাজ করে এবার এই ইস্যুতে মমতার সুরেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী(Sonia Gandhi)। বাজারে এই রোগের প্রয়োজনীয় ওষুধ অমিল বলে অভিযোগ তুলে অবিলম্বে পদক্ষেপ করার দাবি জানান তিনি।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে সোনিয়া গান্ধী লেখেন, ‘ভারত সরকার সদ্যই মিউকরমাইকোসিসকে মহামারী ঘোষণার নির্দেশ দিয়েছে। যার অর্থ, এর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের যথেষ্ট উৎপাদন এবং সরবরাহের ব্যবস্থাপনা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। আশা করব যাদের প্রয়োজন তাঁরা নিখরচায় এই রোগের চিকিৎসা করতে পারবেন। আমি যতদূর জানি, লিপোসর্নাল অ্যাম্ফোটেরিসিন ই-১ (Liposornal Amphotericin-E1) এই রোগের চিকিৎসার অতি প্রয়োজনীয় একটি ওষুধ। অথচ, বাজারে এই ওষুধটির চরম সংকট তৈরি হয়েছে। শুধু তাই নয়, এই মারণ রোগটির চিকিৎসা আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে করা হয় না। উপরন্তু অধিকাংশ বিমা সংস্থার স্বাস্থ্য বিমাতেও এই রোগটির চিকিৎসার দায়িত্ব নেওয়া হয় না। আপনার কাছে আমার অনুরোধ দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ করুন।’

আরও পড়ুন:শোভন-বৈশাখী নাটক চরমে, কুণালের তোপে ক্ষেপে গিয়ে হাসপাতালের জানলা থেকেই সাংবাদিক সম্মেলন, বন্ডে সই

উল্লেখ্য, রাজ্যগুলিতে ব্লাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। শুধুমাত্র মহারাষ্ট্রে প্রায় ৫০০০ জন এই রোগে আক্রান্ত। উত্তর প্রদেশ, দিল্লি, ওড়িশা, তেলঙ্গানা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গেও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। ডাক্তারদের তরফে সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে এই রোগের ক্ষমতা করোনাভাইরাসের তুলনায় অনেক গুন বেশি। এদিকে ওষুধ সংকট ভয়াবহ আকার নিয়েছে। এহেন পরিস্থিতিতে অবিলম্বে জরুরী ভিত্তিতে পদক্ষেপ করার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন সোনিয়া গান্ধী।

Advt