হেফাজতে থেকেও সাংবাদিকদের সামনে শোভন, উঠছে কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ

0
1

এখনও জামিন পাননি, বিচার-বিভাগীয় হেফাজতেই আছেন শোভন চট্টোপাধ্যায়৷ শুধুমাত্র চিকিৎসার জন্যই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে SSKM হাসপাতালে পাঠানো হয়েছে তাঁকে৷

হেফাজতে থাকা শোভন চট্টোপাধ্যায় শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে হাইকোর্টের নির্দেশ সরাসরি অমান্য করেছেন৷

এমনই অভিমত আইনি মহলের৷ এই প্রসঙ্গটি CBI যদি আদালতের নজরে আনে, সেক্ষেত্রে হাইকোর্ট কঠোর পদক্ষেপ করতেও পারে, বলছেন আইনজীবীরা৷

কলকাতা হাইকোর্ট শুক্রবার চার নেতা- মন্ত্রীকে গৃহবন্দি করার যে নির্দেশিকা জারি করেছে, সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার কোনও অনুমতিই দেওয়া হয়নি৷ তা সত্ত্বেও ঠাণ্ডামাথায় হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন করেছেন শোভন চট্টোপাধ্যায় ৷ শনিবার বিকালে SSKM হাসপাতালের করিডোরের জানালা দিয়ে সাংবাদিকদের সামনে আসেন শোভন। ওইখানে দাঁড়িয়েই অভিযোগ করেন, “অপ্রাসঙ্গিক কথা বলছে SSKM হাসপাতাল কর্তৃপক্ষ।” এভাবে তাঁকে ‘ডমিনেট’ করা যাবে না, বলেও মন্তব্য করেন তিনি৷ শোভন বলেছেন, SSKM-এ না খেয়ে রয়েছেন তিনি। এসব বলতেই তিনি সাংবাদিকদের সামনে এসেছেন বলেও মন্তব্য করেন৷ শোভন জানান, তাঁর আর শারীরিক অসুবিধা নেই। তাঁকে প্রেসিডেন্সি জেলেও পাঠিয়ে দেওয়া হোক, হাসপাতালে থাকতে তিনি আর রাজি নন।

এর পরেই প্রশ্ন উঠেছে, হাইকোর্টের নির্দেশ এভাবে অমান্য করার পর CBI-এর অভিযোগের ভিত্তিতে আদালত কঠোর মনোভাব প্রদর্শন করতেই পারে৷ সেক্ষেত্রে শোভন চট্টোপাধ্যায়ের ‘বিপদ’ কি আরও বৃদ্ধি পাবে ?

আরও পড়ুন- দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান ‘অধিকারী বিরোধী’ জ্যোর্তিময় কর

Advt