দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান ‘অধিকারী বিরোধী’ জ্যোর্তিময় কর

0
1

দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন প্রাক্তন বিধায়ক জ্যোতির্ময় কর। শুক্রবার পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। ১৩ জনের নতুন ওই কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে পটাশপুরের প্রাক্তন বিধায়ককে। পটাশপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক জ্যোতির্ময় কর এবার দক্ষিণ কাঁথি কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন। ভোটে হারলেও অধিকারী পরিবারের বিরোধী হিসেবে পরিচিত জ্যোতির্ময় করকে এবার দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী।

২০১১ থেকে ২০২১, টানা দশ বছর দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন শিশির অধিকারী। কিন্তু শুভেন্দুর দলবদলের পর তাঁকে সরিয়ে দেওয়া হয়। একুশের বিধানসভা নির্বাচনে পটাশপুর আসন থেকে সরিয়ে অধিকারীদের দুর্গ দক্ষিণ কাঁথিতে জ্যোতির্ময়কে প্রার্থী করেছিলেন মমতা। কঠিন লড়াই দিয়েও বিজেপি প্রার্থীর কাছে হার মানতে হয়েছে তাঁকে। তাই অধিকারীদের বিরুদ্ধেই তাঁকে লড়াই করার লক্ষ্যে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে বসানো হল বলে মনে করা হচ্ছে। যদিও, গত ডিসেম্বর মাসে শিশিরকে এই পদ থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল রামনগরের বিধায়ক অখিল গিরিকে। বর্তমানে তিনি রাজ্যের মৎস্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তাই দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে বসানো হয়েছে অধিকারী বিরোধী এই তৃণমূল নেতাকে।

আরও পড়ুন- সোনালীর বিলম্বিত বোধোদয়ে ”নেকুপুষুমুনু আমার” বলে কটাক্ষ শ্রীলেখার!

Advt