প্যারোলে ছাড়া পেল ধর্ষণে অভিযুক্ত ডেরা প্রধান গুরমিত রাম রহিম

0
4

অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার জন্য ডেরা সাচা সওদার প্রধান গুরমিত রাম রহিম সিংকে (gurmit ram rahim singh) প্যারোলে মুক্তি দিল আদালত। স্বঘোষিত এই ধর্মগুরু নিজের দুই মহিলা শিষ্যাকে ধর্ষণ এবং এক সাংবাদিককে খুনের দায়ে ২০ বছরের জন্য এখন জেল খাটছে। এর মধ্যেই গত ১৭ মে প্যারোলের জন্য আবেদন করে রাম রহিম। হরিয়ানা রাজ্য পুলিশ তার আবেদন মঞ্জুর করেছে। শুক্রবার তাকে জেল থেকে ছাড়া হয়। তবে অশান্তি এড়াতে তার বিস্তারিত গতিবিধি গোপন রেখেছে প্রশাসন। রোহতকের সুনারিয়া জেল থেকে রাম রহিম গুরগাঁওতে নিজের মাকে দেখতে যায়। তার এই সফরে কড়া পুলিশ নিরাপত্তা ব্যবস্থা ছিল।

আরও পড়ুন-শুধুই বন্দিশালার ঠিকানা বদল, চার অভিযুক্তের পক্ষে আর কিছুই নেই

ভণ্ড গুরু রাম রহিমকে ২০১৭ সালের ২৫ অগাস্ট নিজেরই দুই শিষ্যাকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করে আদালত। এই মামলায় মোট ২০ বছরের জন্য সশ্রম কারাদণ্ডের সাজা পেয়েছে ডেরা প্রধান। এরপর ২০১৯ সালে ১১ জানুয়ারি স্থানীয় এক সাংবাদিককে খুনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয় রাম রহিমের। ডেরার ম্যানেজার রঞ্জিত সিংয়ের খুনের ঘটনাতেও আদালতে মামলা বিচারাধীন। প্যারোলে মুক্তির সময় রাম রহিমের হদিশ গোপন রাখা হয়েছে যাতে তার ভক্তরা জমায়েত না করতে পারে।

Advt