মহামেডান স্পোর্টিং ক্লাবের( mohammedan sporting club) সচিব( Secretary ) হিসাবে নির্বাচিত হলেন দানিশ ইকবাল (danish Iqbal)। গত ফেব্রুয়ারি মাস থেকে অন্তর্বর্তীকালীন সচিব হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন দানিশ। শনিবার ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্তে সচিব হলেন দানিশ ইকবাল।

এই দায়িত্ব পেয়ে সাদা-কালো ব্রিগেডের নতুন সচিব বলছেন,” আমি সম্মানিত মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে। আমি এক্সিকিউটিভ কমিটিকে ধন্যবাদ জানাতে চাইব আমাকে এই পদের জন্য যোগ্য মনে করেছেন বলে। মহামেডান ক্লাবকে আবারও ভারতের সেরা ক্লাব করব আমর।”
আরও পড়ুন:করোনা-যুদ্ধে এবার দেব ও দীপেন্দুর সঙ্গে শামিল মহারাজ










































































































































