ব্রেকফাস্ট স্পোর্টস

0
8

১) টেস্ট খেলার ইচ্ছে প্রকাশ করলেন যুজবেন্দ্র চ‍্যাহাল। এদিন এক সাক্ষাৎকারের এমনটাই জানালেন তিনি।

২) কোপা আমেরিকার আসর বসতে চলেছে আর্জেন্তিনায়। প্রথমে আর্জেন্তিনা এবং কলম্বিয়াতে হওয়ার কথা থাকলেও, এখন এই টুর্নামেন্টের দায়িত্ব থেকে সরানো হল কলম্বিয়াকে।

৩) ব্ল্যাক ফাঙ্গাসে মারা গেলেন ভারতের শুটিং কোচ মোনালি গোরহে । করোনাকে জয় করলেও ব্ল‍্যাক ফাঙ্গাসের কাছে হার মানলেন তিনি।

৪) মহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ হলেন আন্দ্রে আলেক্সইভিচ চেরনিশভ। মহামেডানের দায়িত্ব হাতে নিয়ে খুশি চেরনিশভ।

৫) করোনা যুদ্ধে আবারও এগিয়ে এল ইস্টবেঙ্গল ক্লাব। ময়দানের সমস্ত মালি ও গরীব-দুঃস্থ ব‍্যাক্তিদের জন‍্য বিনামুল্যে দু’বেলা খাবার জোগানের ব‍্যবস্থা নিল তারা।

৬) ইংল‍্যান্ড সিরিজের সূচি পরিবর্তন নিয়ে  বিসিসিআইয়ের তরফ থেকে কোন আবেদন করা হয়নি। এমনটাই জানিয়ে দেওয়া হল ইসিবির তরফ থেকে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Advt