শোভনকে ছাড়ছে না, তাই রাজ্যের বিরুদ্ধে বিষোদগার বৈশাখীর

0
1

এসএসকেএম হাসপাতালের সামনে দাঁড়িয়ে শোভন-বান্ধবী বৈশাখীর বিস্ফোরণ। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তোপ দেগে বললেন, তাঁকে হাসপাতাল থেকে নিয়ে যেতে চাইলেও জোর করে আটকে রাখা হচ্ছে। হাসপাতাল থেকে বেরনো নিয়ে চক্রান্ত করা হচ্ছে। আর এক কদম এগিয়ে বলেন, সিবিআই হেফাজতের চাইতেও খারাপ অবস্থা এসএসকেএমে। শোভনবাবু অনশনে যাবেন।

শনিবার বিকেলে বৈশাখী তোপ দেগে বলেন, শোভনবাবুর কিছু শারীরিক সমস্যা রয়েছে। তার চিকিৎসা বাড়িতে রেখে করব। কিন্তু তাঁকে পার্সোনাল রিক্স বন্ডে সই করে নিয়ে যেতে চাইলেও ছাড়া হচ্ছে না। সুপারকে বললে তিনি জেল কর্তৃপক্ষকে দেখাচ্ছেন জেল কর্তৃপক্ষ আবার সুপারকে দেখাচ্ছে। এটা কোনও একটা জায়গার অঙ্গুলি হেলনে চলছে জানি। সোমবারের আগে হাসপাতাল কিছু বলতে পারবে না বলে জানিয়েছে। এটা কী হচ্ছে? আমার কাছে কেন্দ্র-রাজ্য দুই সরকারই আমার কাছে সমান।

Advt