দোহা পৌঁছে অনুশীলনে নেমে পড়ল সুনীল ছেত্রী, প্রীতম কোটালরা

0
3

কোচ ইগর স্টিমাচের( igor stimac) হাত ধরে শনিবার থেকে দোহায় অনুশীলনে নেমে পড়লেন সুনীল ছেত্রী( sunil chhetri), প্রীতম কোটাল(pritamkotal) ,সন্দেশ জিঙ্ঘনরা( sandesh jhingan)। এ দিন টিম হোটেলে গা ঘামানোর পর, মাঠে অনেকটা সময় বল পায়ে কাটিয়েছে ব্লুজ ব্রিগেড। দলের সবার করোনার রিপোর্ট নেগেটিভ হওয়ায় শনিবার থেকে অনুশীলনে নেমে পড়লেন স্টিমাচ।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী দোহা পৌঁছনোর পরে স্বাস্থ্য পরীক্ষা করা হয় সব ফুটবলারদের। এদিন এআইএফএফ সচিব কুশল দাস বলেন,”আমাদের দলের ২৮ জন ফুটবলার ও বাকিদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তাই ওরা কঠিন জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেই অনুশীলন শুরু করে দিল।”

২০২২ এর বিশ্বকাপে যোগ্যতা অর্জনের সুযোগ নেই। তবে এই ম‍্যাচ গুলো ভাল ফল করলে ২০২৩ সালে চিনে আয়োজিত হতে চলা এএফসি এশিয়ান কাপে ছাড়পত্র পেয়ে যাবে ভারতীয় দল। তাই ৩ জুন থেকে শুরু হতে চলা এই ম‍্যাচ গুলো ভাল খেলতে মরিয়া ব্লুজ ব্রিগেড।

আরও পড়ুন:মহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব হলেন দানিশ ইকবাল

Advt