করোনার দ্বিতীয় ঢেউয়ে অনেক বেশি হারে আক্রান্ত হচ্ছে শিশুরা। দেশজুড়ে মারাত্মক আকার নিয়েছে করোনা। শিশুদের আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে। যা নিয়ে চিন্তিত চিকিৎসকরা। কর্ণাটকের একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে গত বছর করোনা যখন দেশে এসেছিল সেই সময় থেকে এ বছরের মার্চ পর্যন্ত যত জন শিশু আক্রান্ত হয়েছে তার থেকে অনেক বেশি আক্রান্ত হয়েছে এই দু’মাসে।
আরও পড়ুন-ব্ল্যাক ফাঙ্গাসকে চিনুন, জেনে নিন কী করবেন, কী করবেন না
গত বছর করোনা মহামারি শুরুর সময় থেকে এবছর ১৮ মার্চ পর্যন্ত ২৭ হাজার ৮৪১ জন শিশু করোনায় আক্রান্ত হয়েছিল। ১৮ মার্চ থেকে ১৮ মে কর্ণাটকে সদ্যজাত থেকে ৯ বছর বয়সী ৩৯ হাজার ৮৪৬ জন শিশু করোনায় আক্রান্ত হয়েছে। অর্থাৎ গত ২ মাসে শিশুদের সংক্রমণ বেড়েছে ১৪৩ শতাংশ। ১৮ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত কর্ণাটকে ১০ থেকে ১৯ বছর বয়সী ১ লক্ষ ৫ হাজার ৪৪ জন কিশোর–কিশোরী করোনায় আক্রান্ত হয়েছে। ১৮ মার্চ পর্যন্ত কর্ণাটকে ৬৫ হাজার ৫৫১ জন কিশোর করোনায় আক্রান্ত হয়েছিল। গত দু’মাসে এই বয়সীদের মধ্যে করোনা সংক্রমণের হার বেড়েছে ১৬০ শতাংশ। ১৮ মার্চ পর্যন্ত কর্ণাটকে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে ২৮টি শিশু। এপ্রিল এবং মে মাসে মারা গিয়েছে ১৫ জন শিশু।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৭ হাজার ২৯৯ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ১৯৪ জন। অন্যদিকে এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে গিয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ৬৩০ জন রোগী।