টেস্ট (test) খেলার ইচ্ছে প্রকাশ করলেন যুজবেন্দ্র চ্যাহাল(yuzvendra chahal) । এদিন এক সাক্ষাৎকারের এমনটাই জানালেন তিনি। ভারতের স্পিন বিভাগে অন্যতম সেরা ভরসা চ্যাহাল। একদিনের ক্রিকেটে বল হাতে ভরসা দিয়েছেন টিম ইন্ডিয়াকে। তবে এবার আর একদিন বা টি-২০ ক্রিকেটে নয়, সাদা জার্সিতে মাঠে নামতে মরিয়া তিনি।

এদিন এক সাক্ষাৎকারে চ্যাহাল বলেন,” অবশ্যই আপনি সাদা জার্সি পড়তেই চাইবেন। যদি কেউ আপনাকে টেস্ট খেলোয়াড় বলেন, তাহলে তার থেকে বড় সম্মান আর কিছু নেই।”
২ জুন ইংল্যান্ড সফরে উড়ে যাবে ভারতীয় দল। সেই দলেও জায়গা হয়নি চ্যাহালের। তবে এই নিয়ে চিন্তিত নন তিনি। এই বিষয়ে ইউজি বলেন,” আসন্ন ইংল্যান্ড সফরে ডাক না আসায় আমাকে একদম ভাবায়নি। তবে ঘরের মাঠে যখন ইংল্যান্ড টেস্ট খেলতে এসেছিল, তখন ভেবেছিলাম হয়তো আমাকে ডাকা হবে।”
আরও পড়ুন:ব্ল্যাক ফাঙ্গাসে মারা গেলেন ভারতের শুটিং কোচ মোনালি গোরহে












































































































































