কলকাতার রবিনসন স্ট্রিট কাণ্ডের পুনরাবৃত্তি! স্বামী ও বোনের মৃত্যুর পর তাঁদের পচাগলা দেহ আগলে বসে আছেন এক মহিলা। এবার ঘটনাস্থল হাওড়ার ওলা বিবিতলা। শুক্রবার সকাল থেকে এই ঘটনার জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রাথমিকভাবে অনুমান প্রায় তিন চারদিন ধরে ওই মৃতদেহ আগলে বসে ছিলেন ওই মহিলা। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
মৃতদের নাম নিশিথ রঞ্জন মণ্ডল (৭৫) ও অনিতা ঘোষ (৬০)। নিশিথ রঞ্জন মণ্ডলের শ্যালিকা হলেন অনিতা ঘোষ। স্থানীয় সূত্রে খবর, হাওড়ার চ্যাটার্জিহাটের ওলা বিবিতলায় ভাড়াবাড়িতে স্ত্রী ও শ্যালিকা নিয়ে থাকতেন নিশীথরঞ্জন মণ্ডল। একসময়ে হাওড়া পুরনিগমে চাকরি করতেন। বেশ কিছুদিন ধরেই নীতিশ রঞ্জন মণ্ডলের পরিবারের কাউকে বাড়ির বাইরে বেরোতে দেখেননি স্থানীয়রা। সন্দেহবশত এদিন সকালে এলাকার বাসিন্দারা তাঁদের খোঁজ নিতে ওই বাড়ির দিকে যান। তখনই প্রকাশ্যে আসে হাড়হিম করা ঘটনাটি। খবর দেওয়া হয় চ্যার্টার্জিহাট থানায়। পুলিশ যখন বাড়ির ভিতরে ঢোকে, তখন দেখা যায়, তিনতলার একটি স্বামী নিশীথরঞ্জন মণ্ডল ও বোন অনিতা ঘোষের দেহ আগলে বসে রয়েছেন পাপড়ি মণ্ডল! ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কীভাবে এমন ঘটনা ঘটল? মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্তে শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন- আজ থেকেই মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে রেশন’ এর কাজ শুরু হয়ে গেল








































































































































