ভয়াবহ দাবানলে বিধ্বস্ত গ্ৰিস, প্রাণে বাঁচতে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা

0
3

ভয়াবহ দাবানলে(wildfire) বিধ্বস্ত গ্ৰিস(Greece)। প্রাণ বাঁচাতে গ্রামের পর গ্রাম খালি করে পালিয়ে যাচ্ছেন সেখানেকার বাসিন্দারা। ভয়াবহ আগুনে জ্বলছে গ্রিসের মাউন্ট জেরেনিয়া(Maunt jereniya) অসংলগ্ন এলাকা। যদিও এই অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই বলেই জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় গ্রিসের স্কিনোস গ্রাম সংলগ্ন এলাকার জঙ্গলে হঠাৎ আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন বিরাট আকার ধারণ করে। পরিস্থিতি সামাল দিতে এরপর মাঠে নামে প্রশাসন। খালি করে দেওয়া হয় জঙ্গল সংলগ্ন ৬টি গ্রাম। আগুন নেভাতে বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি সমস্ত রকম প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে দমকল বিভাগ। জানা গিয়েছে, পরিস্থিতি সামাল দিতে মাঠে নামানো হচ্ছে ১৮০ জন দমকল আধিকারিককে। পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৬২ টি দমকল ইঞ্জিন ১৭টি বিমান ও একাধিক হেলিকপ্টার।

আরও পড়ুন:নারদ-মামলার ‘ট্রায়াল’ হাইকোর্টে করতে চায় CBI

প্রসঙ্গত, প্রায় প্রতিবছরই গ্রিসে দাবানলের ঘটনায় প্রাণ যায় প্রচুর মানুষের। তবে এবার প্রাণহানির মতো ঘটনা না ঘটলেও আগুনের প্রকোপ চিন্তা বাড়াচ্ছে। উল্লেখ্য, ২০১৮ সালে এই গ্রিসের দাবানলের ছেড়ে প্রাণ দিয়েছিল ১১৮ জন মানুষের। এবার যাতে সে রকম পরিস্থিতি তৈরি না হয় সেদিকে কড়া নজর রয়েছে প্রশাসনের।

Advt