এবার ব্যাঙ্ককর্মীদেরও করোনা যোদ্ধা হিসেবে টিকাকরণের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। ব্যাঙ্ককর্মীদের করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। কারণ, তাঁরা সরাসরি জনজীবনে যুক্ত থেকে গ্রাহক পরিষেবার কাজ করেন। এছাড়াও ব্যাঙ্ককর্মীদের মাধ্যমে ব্যাপক হারে ছড়াতে পারে সংক্রমণ। তাই তাঁদের করোনা যোদ্ধা হিসেবে ঘোষণা করে টিকাকরণের কথা জানাল রাজ্য।
কলকাতা পুরসভা ও জেলার পুরভবনগুলিতে ব্যাঙ্ককর্মীদের টিকাকরণ করা হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। আগামী সোমবার টিকা পাবেন ৪৫ ঊর্ধ্বরা বৃহস্পতি-শুক্র ও শনিবার টিকা পাবেন হকার, রিকশাচালক, টোটোচালক, নিউজপেপার বিক্রেতা, সবজি বিক্রেতারা । মঙ্গল বুধ ও রবিবার কোনও টিকাকরণ হবেনা বলে এখনো ঠিক হয়েছে। এই প্রতিটি পেশাকে সুপার স্প্লেন্ডার হিসেবে চিহ্নিত করা হয়েছে। হকার, রিকশাচালক, টোটোচালক, সংবাদপত্র বিক্রেতাদের টিকা নিতে হলে আধার কার্ডের ফটোকপিতে স্থানীয় থানার স্ট্যাম্প লাগবে। সবজি বিক্রেতাদেরও একই পদ্ধতিতে স্বীকৃতি দেবে বাজার কমিটি। পরিবহণকর্মীদের আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স দেখাতে হবে। সমাজে যে সব পেশার মানুষরা নিয়মিত সবচেয়ে বেশি মানুষের কাছাকাছি আসেন, সংস্পর্শে থাকেন যেমন হকার, সবজি ও মাছ বিক্রেতা, সংবাদপত্র বিক্রেতা, মুদি দোকানদার- তাঁদের প্রত্যেককেই অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে। এছাড়াও ভোট প্রক্রিয়ার সময় টিকা না নিতে পারা শিক্ষক-সহ বিভিন্ন আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও।
আরও পড়ুন-ফিরহাদের সমস্যা নেই, বাকি ৩জনের বাড়ি ফিরতে লাগবে চিকিৎসকদের ছাড়পত্র
ব্যাঙ্ককর্মীদের টিকাকরণে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে রাজ্যের কাছে আবেদন জানিয়েছিল ব্যাঙ্ক কর্মী ও অফিসার্স সংগঠনগুলি। সেই আবেদন সাড়া দিয়ে এবার ব্যাঙ্ককর্মীদের টিকাকরণের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।











































































































































