ইংল‍্যান্ড সিরিজের সূচি পরিবর্তন নিয়ে কোন আবেদন করেনি বিসিসিআই, জানাল ইসিবি

0
2

ইংল‍্যান্ড সিরিজের(england serie)  সূচি পরিবর্তন নিয়ে  বিসিসিআইয়ের তরফ থেকে কোন আবেদন করা হয়নি। শুক্রবার এমনটাই জানিয়ে দেওয়া হল ইংল‍্যান্ড অ‍্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ( ECB)তরফ থেকে।

এদিন ইংল‍্যান্ড ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন,” বিসিসিআইয়ের( bcci) তরফ থেকে টেস্ট সিরিজের সূচি পরিবর্তন নিয়ে কোনও সরকারি আবেদন আসেনি। করোনার বিভিন্ন চ‍্যালেঞ্জ ও সমস্যা নিয়ে আমরা বিসিসিআইয়ের সঙ্গে নিয়মিত কথা বলছি। কিন্তু সিরিজের দিনক্ষণ পরিবর্তনের কোনও সরকারি আবেদন আমরা পাইনি এবং আমারা পূর্বনির্ধারিত সূচিতেই এই পাঁচ ম‍্যাচের টেস্ট সিরিজ আয়োজন করব।”

শোনা যাচ্ছিল আইপিএলের বাকি ম‍্যাচ আয়োজিত হতে পারে ইংল‍্যান্ডে। সেই কারণে গুঞ্জন উঠছিল বিসিসিআই ইসিবির কাছে আবেদন করেছিল সিরিজের পঞ্চম টেস্ট তা সরিয়ে জুলাইয়ে নিয়ে আসার কথা। তবে সেপ্টেম্বর মাসটি পুরো ফাঁকা পাওয়া যাবে আইপিএলের জন‍্য। কিন্তু এই গুঞ্জনকে উড়িয়ে দিল ইসিবি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Advt