নারদ মামলায় গ্রেফতারের পরেই অসুস্থ হয়ে পড়েন শোভন চট্টোপাধ্যায়। সিরোসিস অফ লিভারে আক্রান্ত শোভন চট্টোপাধ্যায়। এমনটাই সন্দেহ করছেন চিকিৎসকরা। প্রাক্তন মেয়রের রয়েছে হৃদযন্ত্রের সমস্যাও। বেড়েছে বুক ধড়ফড়ানি। খবর এসএসকেএম হাসপাতাল সূত্রে। তবে, আরও কিছু পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি হাই সুগার থাকার কারণে তাঁর খাদ্য তালিকাতেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শোভনের ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছে। এছাড়াও বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। প্রাক্তন মন্ত্রীকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা। তবে এখনই শোভনকে বাড়ি নিয়ে আসা হবে কিনা সে ব্যাপারে বৈশাখী বলেন, ‘ডাক্তার যা বলবেন, সেটাই করা হবে। এখনও আমরা সিদ্ধান্ত নিইনি’।
এদিকে, নারদ মামলায় শোভন-সহ চার হেভিওয়েটকে গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি ৪ হেভিওয়েটের জামিনের উপর স্থগিতাদেশ নিয়ে মামলায় ৫ বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করল হাইকোর্ট। সোমবার তার শুনানি হবে। আপাতত প্রেসিডেন্সি জেল থেকে বাড়ি ফেরেন ফিরহাদ হাকিম। বাড়িতেই গৃহবন্দী হয়ে থাকতে হবে। প্রশাসনিক কাজকর্ম করবেন ঘরে বসেই। বাকি ৩ হেভিওয়েট নেতাকেও গৃহবন্দী থাকার কথা বলা হলেও শারীরিক ভাবে অসুস্থ থাকায় বাকি ৩ জন আপাতত এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন- রাজ্য পুলিশের বড়সড় রদবদল: অনুজ শর্মাকে সরিয়ে সিআইডির শীর্ষে জ্ঞানবন্ত সিং









































































































































