ভোটে হেরেও আসানসোলের মানুষের পাশে সায়নী

0
3

কথা দিয়েছিলেন আসানসোল (Asansol) দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষদের পাশে থাকবেন। কথা রাখলেন সায়নী। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের কাছে হেরে গিয়েও দমে যাননি সায়নী। অতিমারি মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেত্রী। অতিমারির এই চরম দিনে বৃহস্পতিবার আসানসোলের কালিপাহাড়ি অঞ্চলের কোড়াপাড়া, কাঁকরডাঙা এলাকায় ঘুরে ঘুরে ত্রাণ বিলি করেন তিনি। সায়নী ঘোষের (Saayoni Ghosh) মানবিকতায় মুগ্ধ আসানসোলবাসী।

বৃহস্পতিবার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালীপাহাড়ি, কোড়াপাড়া, কাকরডাঙ্গা এলাকায় গিয়েছিলেন তৃণমূলের (TMC) তারকা নেত্রী। নিজের সাধ্যমতোই এই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ত্রাণ সামগ্রী বিলি করলেন। মাস্ক, স্যানিটাইজার, খাবার এবং গরম ও বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা তুলে দিলেন স্থানীয়দের হাতে। তবে ভবিষ্যতেও আসানসোলবাসীর সমস্যায় তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সায়নী ঘোষ।

আরও পড়ুন- বাংলায় বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ, পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে তৎপর স্বাস্থ্য দফতর

Advt