করোনাকালে আর্থিক সঙ্কটে স্বস্তির খবর! ৯৯,১২২ কোটি টাকা দিয়ে কেন্দ্রীয় সরকারকে সহায়তা করতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই-এর বোর্ড শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এদিন আরবিআইয়ের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে লকডাউন এবং অন্যান্য বিধিনিষেধের কারণে অর্থনৈতিক ক্রিয়াকলাপ হ্রাস পাচ্ছে। এমন পরিস্থিতিতে সরকার আর্থিক সঙ্কটের মুখোমুখি হচ্ছে। তবে আরবিআইয়ের এই সিদ্ধান্ত সরকারকে তহবিল জোগাড় করার ক্ষেত্রে সহায়তা করবে। কেন্দ্রকে সহায়তা করার সিদ্ধান্তটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের ৫৮৯ তম বৈঠকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন-ভয়াবহ করোনা পরিস্থিতিতে মুর্শিদাবাদবাসীর সাহায্যার্থে প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের
এই বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর মুকেশ কুমার জৈন, ডঃ মাইকেল দেবব্রত পাত্র, এম রাজেশ্বর রাও, টি রবিশঙ্কর সহ প্রমুখ।









































































































































