ফের মহার্ঘ পেট্রোল-ডিজেল (Petrol-Disel)। করোনা (Corona) মহামারি আবহের মধ্যে মানুষের জীবন যখন দুর্বিষহ হয়ে উঠেছে, ঠিক তখনই লাগাতার জ্বালানির দাম বাড়িয়ে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। বিশেষ করে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটপর্ব মিটতেই এই দাম বৃদ্ধির খেলায় মেতেছে মোদি সরকার।

শুক্রবার মধ্যরাতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (Indian Oil Corporation) পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতায় (Kolkata) নতুন করে পেট্রোলের দাম বেড়েছে ১৯ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ২৯ পয়সা। ফলে আজ, শুক্রবার থেকে কলকাতায় পেট্রোলের নতুন দাম লিটার পিছু ৯৩ টাকা ১১ পয়সা। ডিজেলের দাম ৮৬ টাকা ৬৪ পয়সা।

একইভাবে রাজধানী দিল্লিতে লিটার পিছু নতুন দাম পেট্রোলের ৯৩ টাকা ০৪ পয়সা। ডিজেলের দাম ৮৩ টাকা ৮০ পয়সা। বাণিজ্যনগরী মুম্বইতে প্রায় ১০০ র দোরগোড়ায় পেট্রোলের দাম। লিটার পিছু দাম বেড়ে ৯৯ টাকা ৩২ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম ৯১ টাকা ০১ পয়সা।
































































































































