বৃহত্তর বেঞ্চ ঘোষণায় দেরি, নির্দিষ্ট সময়ে শুরু হয়নি নারদ-মামলার শুনানি

0
3

বৃহত্তর বেঞ্চ ঘোষণায় দেরি হওয়ার কারনেই নেতা-মন্ত্রীদের গৃহবন্দি করা সংক্রান্ত আর্জির শুনানি এখনও হাইকোর্টে শুরু হয়নি৷ বেঞ্চ গঠণে সময় লাগছে। হাইকোর্টের রেজিস্ট্রার ইতিমধ্যেই একাধিক বিচারপতির সঙ্গে কথা বলেছেন নারদ-মামলার এজলাসের দায়িত্ব নেওয়ার জন্য৷ অনেকেই রাজি হচ্ছেন না৷ ফলে, আজ দুপুর ২টো থেকে শুনানি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তা সম্ভব হয়নি৷

আরও পড়ুন-মধ্যপ্রদেশে বিধানসভা উপনির্বাচনের জেরে মৃত্যু হল ১৭ ভোট কর্মী সহ একাধিক নেতার

প্রসঙ্গত,চার নেতা-মন্ত্রী আপাতত গৃহবন্দিই থাকবেন কি’না, তা জানাবে এই বৃহত্তর বেঞ্চ৷
মূলত দুই বিচারপতির মতভেদের কারনেই অভিযুক্তদের গৃহবন্দির সিদ্ধান্ত নেয় আদালত৷
হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল জামিনের বিরোধিতা করেন৷ তবে ডিভিশন বেঞ্চের অপর বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিনের পক্ষেই মত দেন। দুই বিচারপতির মতভেদের কারণেই নারদ-মামলা বৃহত্তর বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ বৃহত্তর বেঞ্চের রায় ঘোষণা না পর্যন্ত অভিযুক্ত নেতা- মন্ত্রীরা আপাতত গৃহবন্দিই থাকবেন৷

Advt