‘বরখাস্ত’ বিজয়বর্গীয়, এবার পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব বা তরুণ চুঘ, জল্পনা বিজেপিতে

0
1

‘বরখাস্ত’ করা হচ্ছে বাংলায় বিজেপি’র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে৷

ভোটের আগে দিনের পর দিন দলের শীর্ষস্তরকে বিজয়বর্গীয় রিপোর্ট দিয়েছিলেন বাংলায় দল ক্ষমতায় আসছেই৷

বাস্তবে বিজেপি ক্ষমতা দখলের ধারেকাছে যেতে পারেনি। ২০১৯- এর লোকসভা ভোটের তুলনায় দলের ফল আরও খারাপ হয়েছে। আর এর পরেই বাংলায় দলের পর্যবেক্ষক বদল করতে চলেছে বিজেপি৷ মধ্যপ্রদেশের কৈলাস বিজয়বর্গীয়কে সরিয়ে নতুন পর্যবেক্ষক হিসেবে রাজস্থানের নেতা ও রাজ্যসভার সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ ভূপেন্দ্র যাদবকে এ রাজ্যের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে গেরুয়া শিবিরের খবর৷ ভূপেন্দ্র আগেও বাংলা বিজেপির কাজকর্মের খবর রাখতেন। পাশাপাশি জল্পনায় আছে বিজেপির অন্যতম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, পঞ্জাবের তরুণ চুঘ-এর নামও৷ পর্যবেক্ষক হিসেবে তাঁর নামও উঠেছে৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য বলেছেন, দলে এই বিষয়ে এখনও কোনও আলোচনা হয়নি। কেন্দ্রীয় নেতৃত্বও কিছু জানাননি।

আরও পড়ুন:আর্থিক সঙ্কটে স্বস্তির খবর! করোনাকালে ৯৯,১২২ কোটি টাকা দিয়ে কেন্দ্রকে সহায়তা RBI-এর

বিজেপির সংখ্যাগরিষ্ঠ অংশের মতে, বাংলায় এভাবে হেরে যাওয়ার পর কিছু সাংগঠনিক রদবদল স্বাভাবিক। বেশ কয়েক বছর ধরেই বাংলায় দলের দায়িত্বে আছেন কৈলাস। লোকসভা ভোটে বিজেপি ভালো ফল করে৷ তার পর থেকে অন্য দল ভাঙিয়ে সংগঠন পোক্ত করতে নামেন কৈলাস৷ দল ভাঙানোর এই কৌশলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে সঙ্ঘের মুখপত্রেও। দলের একটা অংশও এর বিরোধিতা করেছে৷ এর পরেই কৈলাসের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। একই প্রশ্ন উঠেছে সহ-পর্যবেক্ষক অরবিন্দ মেননকে নিয়েও। তাঁকেও হয়তো সরতে হবে৷

Advt