শারীরিক টানাপোড়েনের মাঝেই সুব্রত-ফিরহাদরা তাকিয়ে কোর্টের দিকে

0
2

কেমন আছেন বন্দি চার নেতা সুব্রত-ফিরহাদ-মদন-শোভন? কেন তাদের হাসপাতালে ভর্তি করতে হলো? এবার এইমসের মেডিক্যাল বোর্ড সে নিয়ে কথা বলবে এসএসকেএমের মেডিক্যাল বোর্ডের সঙ্গে।

পাশাপাশি কেমন আছেন চার নেতা? মানসিক চিন্তা বেড়েছে সকলেরই। তাকিয়ে আজ, শুক্রবারের কোর্টের শুনানির দিকে। ফিরহাদ হাকিম সকাল ৭.৩০ পর্যন্ত ঘুমিয়েছেন। পরে জেল হাসপাতালের সামনে মর্নিক ওয়াক করেন। সামান্য গা গরম রয়েছে। পেটের সমস্যাও রয়েছে।

অন্যদিকে বর্ষীয়ান সুব্রত মুখোপাধ্যায় রয়েছেন পিজি হাসপাতালে। শ্বাসকষ্ট রয়েছে। রাতে ঘুমের ওষুধ নিয়েছেন বলে খবর। মদন মিত্রকে অক্সিজেন দেওয়া অব্যাহত। উচ্চ রক্তচাপের জন্য ওষুধ খাচ্ছেন। তুলনায় অনেকটাই ভাল রয়েছেন শোভন চট্টোপাধ্যায়। তাঁর সুগার বা ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে। তিনি স্বাভাবিক খাওয়া দাওয়া করছেন।

Advt