করোনা ( Corona) যুদ্ধে আবারও এগিয়ে এল ইস্টবেঙ্গল ক্লাব( east bengal club)। ময়দানের সমস্ত মালি ও গরীব-দুঃস্থ ব্যাক্তিদের জন্য বিনামুল্যে দু’বেলা খাবার জোগানের ব্যবস্থা নিল তারা। করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল মানুষের জীবন। এই সময় ময়দানে মালিদের পাশে দাঁড়াল শতাব্দী প্রাচীন ক্লাব।

ময়দানের সকল টেন্টর মালি এবং আশেপাশের এলিকার গরীব মানুষদের বিনামুল্যে দু’বেলা খাদ্য বিতরণ করবে ইস্টবেঙ্গল ক্লাব। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন এই কাজ চলবে এই মহৎ কাজ।


করোনা যুদ্ধে এই পদক্ষেপ প্রথম নয়, এর আগেও মানুষের পাশে দাঁড়িয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। সেই সময় ময়দানের মালিদের খাদ্য তুলে দিয়েছিল শতাব্দী প্রাচীন এই ক্লাব।
আরও পড়ুন:ইংল্যান্ড সিরিজের সূচি পরিবর্তন নিয়ে কোন আবেদন করেনি বিসিসিআই, জানাল ইসিবি











































































































































