কোভিড কেড়ে নিল ‘শান্তিপুরের অভিভাবক’ অজয় দে’কে

0
2

কোভিড কেড়ে নিল আর এক রাজনীতিবিদকে। প্রয়াত অজয় দে। শান্তিপুরের প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়ক অজয় দে নদিয়া জেলার রাজনীতিতে ছিলেন স্তম্ভ। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

অকৃতদার অজয় দে ১৯৯১ থেকে ২০২১ পর্যন্ত ছিলেন শান্তিপুর পুরসভার চেয়ারম্যান। একইসঙ্গে ১৯৯১ থেকে-২০১৬ পর্যন্ত ছিলেন শান্তিপুরের বিধায়ক। এবারের বিধানসভা ভোটে তিনি প্রথমবার পরাজিত হন বিজেপির জগন্নাথ সরকারের কাছে। কিন্তু সাংসদ পদ ধরে রাখার সিদ্ধান্ত নিয়ে জগন্নাথ সরকার পদত্যাগ করায় ফের শান্তিপুরে উনির্বাচন বাধ্যতামূলক ছিল। অজয় নিশ্চিতভাবেই ফের প্রার্থী হতেন। কিন্তু সব শেষ করে খড়দহের পুর প্রশাসক কাজল সিনহার মতোই কার্যত কোভিডে ‘শহিদ’ হলেন অজয় দে।

আরও পড়ুন-ভোটের আগে ছিল ঘরের ছেলে, এখন তাঁরাই পর! করোনা অতিমারিতে দেখা নেই বিজেপি বিধায়কদের

অজয় দেকে শান্তিপুরের মানুষ অভিভাবক হিসাবেই মনে করতেন। তাঁর মৃত্যু নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের কাছে বড় ধাক্কা। বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব সহ রাজনৈতিক মহলও বর্ষীয়ান রাজনীতিবিদের অকাল মৃত্যুতে শোকগ্রস্ত।

Advt