ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) কোপা ইতালিয়া খেতাব জয় জুভেন্তাসের। বুধবার রাতে তারা হারাল আটালান্টাকে। ম‍্যাচের ফলাফল ২-১।

২) করোনা লড়াইয়ে এবার এগিয়ে এলেন বীরেন্দ্র সহবাগ। দিল্লিতে অক্সিজেন কনসেন্ট্রেটরের একটি ব‍্যাঙ্ক খুলতে চলেছেন সহবাগ।

৩) আবারও সৌরভকে খোঁচা দিলেন চ‍্যাপেল। একটি পডকাস্টে ভারতের এই প্রাক্তন কোচ বলেন, সৌরভ নাকি পরিশ্রম করতে চাইতেন না।

৪) করোনায় আক্রান্ত  মিলখা সিং। বুধবার বিকেলে করোনা ধরা পড়ে তাঁর। একটি ওয়েবসাইটে নিজেই জানালেন একথা।

৫) ঐতিহাসিক! এবার অস্ট্রেলিয়ার মাটিতে দিন-রাতের টেস্ট খেলবে ভারতীয় মহিলা দল। বৃহস্পতিবার টুইট করে জানালেন বিসিসিআই সচিব জয় শাহ।

৬) শ্রীলঙ্কা সফরে ভারতের হেড কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়। বৃহস্পতিবার এমনটাই জানালেন বিসিসিআইয়ের এক কর্তা।

আরও পড়ুন:ভোটে হেরেও আসানসোলের মানুষের পাশে সায়নী

Advt