পার্ক স্ট্রিটের পর বিবাদী বাগের বহুতলে আগুন

0
1

গতকাল পার্ক স্ট্রিটের (Park Street) পর এবার বিবাদী বাগ (BBD Bag) রাতের শহরে বহুতলে ফের আগুন (Fire)। অগ্নিকাণ্ড ঘটেছে বিবাদী বাগের টেলিফোন এক্সচেঞ্জের পাশের ৩২ নং ইউথ ওয়েলফেয়ার বহুতলটিতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৩টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরায় আগুন নেভানোর কাজ শুরু হয়।

আগুন নেভানোর চেষ্টায় ব্যবহার হয় ল্যাডার। বিল্ডিংটির পাশে প্রচুর বৈদ্যুতিক তার রয়েছে, ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা তৈরি হয়। বহু চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তবে ঠিক কীভাবে এই আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়।

Advt